ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট আছে যা অনেক দেশগুলিতে ব্লক বা বন্ধ করে রাখা হয় এখন যদি আপনার সেই ওয়েবসাইট এর প্রয়োজন পড়ে ব্যবহার করার জন্য এবং তা যদি আপনার দেশে ব্লক করা থাকে তবে আপনি কি করে থাকে ব্যবহার করতে পারবেন। এই সমস্যা সমাধানের জন্য VPN / ভিপিএন ব্যবহার করা হয়। বিপিএল হল আসলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আজ আমরা এই পোস্ট টিতে Virtual Private Network ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN / ভিপিএন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং কিভাবে এই ভিপিএন ব্যবহার করে আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারের IP Address / আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারি তা দেখে নেব।
|
Kivabe.in |
VPN কি ?
VPN / ভি পি এন এর ফুল ফর্ম হল VIRTUAL PRIVATE NETWORK / ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক একপ্রকার ব্যক্তিগত নেটওয়ার্ক। এই ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক গুলির মাধ্যমে কোন ব্যক্তি পৃথিবীর কোন স্থানে থেকে যেকোন স্থানের ওয়েবসাইটকে খুব সহজেই ব্যবহার করতে পারে। আমাদের প্রত্যেকটি মোবাইল ও কম্পিউটারের জন্য নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেস থাকে কিন্তু আমরা যদি মোবাইলে বা কম্পিউটারে এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করি তখন সেই আইপি এড্রেসটি পরিবর্তিত হয়ে যায়।
বিশ্বের সকল বড় বড় ওয়েবসাইট গুলোর জন্য এই ধরনের VPN / ভিপিএন ইউজ করা হয় কেননা এই সকল ওয়েবসাইটগুলোতে খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা হ্যাকাররা এগুলিকে খুব সহজেই হ্যাক করে নিতে পারবে বলে তাকে যথেষ্ট গুরুত্ব সহকারে সুরক্ষিত করে রাখা হয়।
VPN / ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কে খুব সহজে বিনামূল্যে ব্যবহার করা যায় কিন্তু বিনামূল্যে যেসকল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন আমরা ব্যবহার করতে পারি তার একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে অর্থাৎ তাদের কিছু নির্দিষ্ট পরিসীমার মধ্যে আমাদের সেই ওয়েবসাইটটিকে ব্যবহার করার বা নির্দিষ্ট দেশগুলিতে ভিজিট করতে পারি। কিন্তু যদি আমরা এই সকল ভিপিএন গুলির ব্যবহারের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তা কিনে নি তখন আমরা তা আরও বড় ভাবে ব্যবহার করতে পারি।
ভিপিএন ব্যবহার করার সুবিধা ও অসুবিধা -
- ফ্রি VPN / ভিপিএন যদি ব্যবহার করতে চান তবে আগে নজর রাখতে হবে যে আপনার তথ্যগুলি খুব গুরুত্বপূর্ণ কিনা যদি খুব গুরুত্বপূর্ণ তথ্য হয় তবে অবশ্যই আপনার ফ্রি ভিপিএন ব্যবহার করা উচিত সেক্ষেত্রে আপনার সমস্যা দেখা দিতে পারে।
- ফ্রি VPN / ভিপিএন ব্যবহার করার অন্যতম সুবিধা হল এটি কে আপনি খুব সহজেই বিনামূল্যে ব্যবহার করতে পারেন এবং মোটামুটি জানানোর মতো তেমন কিছু সুবিধা এতে পাওয়া যায়।
- আরেকটি সুবিধা হল খুব সামান্যতম প্রচেষ্টায় ফ্রি VPN / ভিপিএন কে ব্যবহার করে যেকোনো ব্লক ওয়েবসাইটকে আপনি আপনার দেশের মতো করে বা অন্য দেশের মতো করে ব্যবহার করতে পারেন।
- ফ্রি VPN / ভিপিএন ব্যবহার করার অন্যতম একটি অসুবিধা হলো ব্যবহার করা নিয়ে কারণ ফ্রি ভিপিএন গুলিতে বেশি পরিমাণে অ্যাড দেয়া থাকে যেগুলো ব্যবহার করার সময় খুব সমস্যা সৃষ্টি করে এবং বিভিন্ন পদগুলি ইন্টারনেটের গতি কে রোধ করে দেয়।
প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করার সুবিধা -
- একটি প্রিমিয়াম VPN / ভিপিএন হলো তাকে সর্বমোট মূল্য দিয়ে কিনে নেওয়া আপনি যদি এই ধরনের VPN / ভিপিএন ব্যবহার করেন তাহলে তা খুব সুরক্ষিতভাবে আপনার ডেটাকে একসেপ্ট করে থাকে সুতরাং আপনি অনেক সুরক্ষিত ভাবে যেকোন ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
- বেশিরভাগ সস্তা ও ফ্রি ভিপিএন গুলো ব্যবহার করার সময় একটি ঝুঁকি থাকে তাহলে আমাদের বিভিন্ন ডেটা বা আমরা যা কিছু সার্চ করি সেই সমস্ত বিষয়গুলি অন্য কোনো মাধ্যমে শেয়ার হয়ে যাওয়া বা ছড়িয়ে পড়া কিন্তু একটি প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করলে এ সমস্যা থেকে নিশ্চিন্ত থাকা যায়।
- একটি প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করলে খুব সহজেই অধিকতম মাত্রার দেশগুলির ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেস ইউজ করা সম্ভব হয় এবং এড এর পরিমাণ না থাকার জন্য ইন্টারনেট গতি রোধ হয় না।
কম্পিউটারে ভিপিএন কিভাবে ব্যবহার করতে হয়
মোবাইল এর থেকে কম্পিউটারে VPN / ভিপিএন কে ব্যবহার করা একটু কঠিন মাধ্যমে কারণ মোবাইলে সামান্য একটি এপ্লিকেশন ইন্সটল করলেই তা দিয়ে আই পি এড্রেস পরিবর্তন করে তাকে ব্যবহার করা যায় কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে তাকে ম্যানুয়ালি করে ব্যবহার করা হয়। কম্পিউটারের ক্ষেত্রে ভিপিএন ম্যানুয়ালি ব্যবহার করতে হয় এজন্য প্রয়োজন হয় আপনার একটি ইউজারনেম একটি আইপি এড্রেস এবং তার পাসওয়ার্ড যদিও এগুলো খুব সহজেই ইন্টারনেট থেকে ফ্রিতে পাওয়া যায় অথবা আপনি কোন সাইট থেকে কিনে নিতে পারেন।
কিন্তু এখানে আমি এমন একটি পদ্ধতি আলোচনা করব যার মাধ্যমে খুব সহজেই আপনি একটি ফ্রি VPN / ভিপিএন আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। এখানে অপেরা কোম্পানি দ্বারা বানানো ভিপিএন টি কিভাবে ইউজ করতে হয় কম্পিউটারের জন্য তা নিয়ে আলোচনা করলাম
Step 1 :: অপেরা ভিপিএন ব্যবহার করার জন্য সর্ব প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে অর্থাৎ যেটাতে আপনি এই
ভিপিএন ব্যবহার করতে চান সেটাতে
অপেরা ডেভলপার সফটওয়্যারটি ইন্সটল করতে হবে। এই সফটওয়্যার টি ইন্সটল করার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
অপেরা ভিপিএন পাওয়ার জন্য এখানে ক্লিক করুন 👈 ।
|
Kivabe.in |
Step 2 :: আপনি অপেরা
VPN / ভিপিএন এর ডেভলপার সফটওয়্যার টি ইন্সটল করার পর আপনার অপেরা ব্রাউজার এর উপরের বাঁ দিকের কোনায় মেনু অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলো অপশন থাকবে সেখানে আছে সেটিংস অপশন
সেটিংস এ ক্লিক করুন।
|
Kivabe.in |
Step 3 :: সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংস এর সমস্ত অপশন গুলো দেখতে পাবেন যেখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এবার এই প্রাইভেসি সিকিউরিটি অপশনে ক্লিক করে ভিপিএন যে অপশনটি আছে সেই অপশনটিকে এনাবেল করে দিন। একবার এনাবেল করে দিলে সঙ্গে সঙ্গে আপনার অপেরা ব্রাউজার টি ভিপিএন মুডে চলে যাবে অর্থাৎ তা ভার্চুয়াল একটি আইপি অ্যাড্রেস পরিবর্তন করে ফেলবে। একবার এনাবেল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে যেকোন BLOCK সাইট গুলোকে নিজের মত করে ব্যবহার করতে পারেন।
একবার VPN / ভিপিএন অপশনটি এক্টিভেট হওয়ার পর আপনি আপনার ইউআরএল অপশনের বাঁদিকে ভিপিএন লেখা আছে দেখতে পাবেন। আপনি যদি অন্য দশের ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করতে চান তবে অবশ্যই এই ভিপিএন এ ক্লিক করে সেখান থেকে তার লোকেশন অর্থাৎ কোন দেশ দেখতে চান সেটি SELECT করতে পারেন।
মোবাইল ফোনে ভিপিএন কিভাবে ব্যবহার করব
প্রথমেই বলা হয়েছে ডেস্কটপ বা কম্পিউটারের জন্য VPN / ভিপিএন কে ব্যবহার করা একটু কঠিন হলেও মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করা অনেকটা সহজ। মোবাইল ফোনে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপনাকে শুধুমাত্র প্লে স্টোর থেকে একটি ফ্রি ভিপিএন ইন্সটল করতে হবে।
মোবাইল ফোন থেকে ভিপিএন ব্যবহার করার সুবিধা হলো এখানে আপনার কোন আইপি অ্যাড্রেস পাসওয়ার্ড বা আইডি প্রয়োজন হয় না শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি অন করার পর তাকে কানেক্ট করে দিলেই আপনার মোবাইল ফোনের সঙ্গে
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা
VPN / ভিপিএন অ্যাক্টিভেট হয়ে যায়। এবং একই রকমভাবে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি তাকে যেকোনো ব্লক
ওয়েবসাইট খোলার জন্য ব্যবহার করতে পারেন।
Step 1 :: আপনার মোবাইল ফোন থেকে
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতে হলে প্রথমেই প্লে স্টোরে গিয়ে আপনি একটি ভিপিএন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইন্সল করুন যেমন
টার্বো ভিপিএন, নট ভিপিএন, অপেরা ভিপিএন, ফ্রি ভিপিএন ইত্যাদি।
CLICK HERE |
Kivabe.in |
Step 2 :: একবার আপনার মোবাইলে এই ধরনের
VPN / ভিপিএন এপ্লিকেশন ইন্সটল হয়ে যাওয়ার পর সেখানে আপনি ওপেন বলে একটি অপশন দেখতে পাবেন এই ওপেন এ ক্লিক করুন। ওপেন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ভিপিএন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে।
|
Kivabe.in |
Step 3 :: অ্যাপ্লিকেশনটি ওপেন হলে সেখানে লেখা থাকবে কানেক্ট বলে একটি অপশন আপনি এই কানেক্ট অপশনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি একটি ভিপিএন নেটওয়ার্ক তারা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস এর সঙ্গে যুক্ত হবে। এবার যদি আপনি নিজের পছন্দমত দেশের
আইপি অ্যাড্রেস এর সঙ্গে যুক্ত হতে চান তাহলে অবশ্যই উপরের দিকে অপশন থাকবে কান্ট্রি বলে বা
কান্ট্রি সিম্বল দেওয়া থাকবে। আপনি এখানে ক্লিক করলেই সমস্ত কান্ট্রি দেখা যাবে অর্থাৎ কোন দেশের সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন।
|
kivabe.in |
কিন্তু মনে রাখতে হবে বিনামূল্যে পাওয়া ফ্রি VPN / ভিপিএন গুলি ব্যবহারের জন্য অধিকাংশ দেশগুলিতে আপনি কানেক্ট হতে পারবেন না সুতরাং যে সীমাবদ্ধ ভাবে কয়েকটি দেশ আপনাকে দেয়া হবে শুধুমাত্র সেই দেশ গুলির জন্য আপনি ভিপিএন দিয়ে কানেক্ট হতে পারেন। সুতরাং আপনি যদি ফ্রি ভাবে ভিপিএন ব্যবহার করতে চান তবে যেকোনো একটি ফ্রি দেশকে সিলেক্ট করে কালেক্ট করতে পারেন।
আমার মতামত :: আশা করি এই পোস্টটিতে আমরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN / ভিপিএন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলাম। তবে ব্যক্তিগতভাবে আমার মতামত হলো ভিপিএন ব্যবহার করা যেমন ভালো তেমনি তার কিছু খারাপ দিক থাকে সুতরাং আপনি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার ব্যক্তিগত তথ্য এবং সেই VPN / ভিপিএন এর বিস্তারিত পলিসিগুলি জেনে নিয়ে তা ব্যবহার করুন।
এই আর্টিকেলটিতে আমি বিস্তারিত ভাবে কিভাবে মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করা যায় এবং কিভাবে কম্পিউটারে VPN / ভিপিএন ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের এই আলোচনা কোন সাহায্যে লেগে থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়া যদি কোনো নতুন তথ্য আপনাদের প্রয়োজন হয় নিচে কমেন্ট করে জানালে তা নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আর্টিকেল লিখে দেওয়া হবে।
Comments 0
EmoticonEmoticon