ট্রান্সফর্মার কি ? ট্রান্সফর্মার কিভাবে কাজ করে।

ট্রান্সফর্মার :-   আমরা সকলে কম বেশি এই ট্রান্সফর্মার শব্দের সাথে সুপরিচিত। কারণ আমাদের সকলের বাড়িতে আজ ইলেকট্রিক বা কারেন্ট আছে তাই কিভাবে এই কারেন্ট আমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছায় তা আমরা সকলেই ভাল ভাবে জানি। কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় টা জানার জন্য এখানে ক্লিক করো। 

   বিদ্যুৎ উৎপন্ন হবার পর কব বেশি একটি স্টেপ আপ o দুটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে দিয়ে আমাদের বাড়িতে এই বিদ্যুৎ বা কারেন্ট এসে পৌঁছায়। এখন কথা হলো বিদ্যুৎ তৈরি থেকে আমাদের বাড়িতে আসার মাঝে অবস্থিত ট্রান্সফরমারের কাজ কি, বা কিভাবে এই ট্রান্সফর্মার কাজ করে ? এই বিষয়ে জানার আগে আমরা একটু জেনে নেবো যে ট্রান্সফর্মার কি ?


ট্রান্সফর্মার কি ?

    শব্দটি শুনলে একটু ধারণা পাওয়া যায় যে এই বস্তু টি কিছু ট্রান্সফার করে থাকে। তবে যেহেতু কারেন্ট বা ইলেকট্রিকের সাথে বিষয় টি জড়িত তাই কারেন্ট বা ইলেকট্রিক কে এই বস্তু টি ট্রান্সফার করে থাকে। সাধারণত বেশি ভোল্টেজ কে কম বা কম ভোল্টেজ কে বেশি ভোল্টেজে পরিণত করে ট্রান্সফার করে থেকে এই প্রযুক্তি গত বস্তু টি। এবার দেখবো কিভাবে কাজ করে ট্রান্সফর্মার ?


কিভাবে কাজ করে ট্রান্সফর্মার ?