সোমালিয়ার জলদস্যুদের জাহাজ ছিনতাই
বর্তমানে সংবাদ মাধ্যমে বহুল জনপ্রিয় ও চর্চিত একটি একটি বিষয় সোমালিয়া। প্রাচীন যুগ থেকে এই সোমালিয়া এবং এই দেশটির সিভিল ওয়ার বেশ জনপ্রিয় একটি বিষয় বিশ্বজুড়ে। আরব সাগর আর লোহিত সাগরের মাঝামাঝি জায়গায় অবস্থিত এই সোমালিয়া । এই অঞ্চলে একের পর এক সোমালিয়া জলদস্যুদের জাহাজ ছিনতাই এর ঘটনা নতুন নয়।
কিন্তু আফ্রিকার মহাদেশের এরকম গরীব ব্যক্তিদের কিভাবে ও কেন তারা জলদস্যুর মত এমন নগণ্য কাজে জড়িয়ে পড়ল তা নিয়ে খুব কমই আলোচনা করা হয় শুধু তাই নয় এই অঞ্চলে দস্যুবৃত্তির কারণে সোমালিয়ার চেয়ে পশ্চিমার দেশগুলি বেশি লাভবান হয়েছে।
Comments 0
EmoticonEmoticon