সোমালিয়ার জলদস্যুদের জাহাজ ছিনতাই

 


  বর্তমানে সংবাদ মাধ্যমে বহুল জনপ্রিয় ও চর্চিত একটি একটি বিষয় সোমালিয়া। প্রাচীন যুগ থেকে এই সোমালিয়া এবং এই দেশটির সিভিল ওয়ার বেশ জনপ্রিয় একটি বিষয় বিশ্বজুড়ে। আরব সাগর আর লোহিত সাগরের মাঝামাঝি জায়গায় অবস্থিত এই সোমালিয়া । এই অঞ্চলে একের পর এক সোমালিয়া জলদস্যুদের জাহাজ ছিনতাই এর ঘটনা নতুন নয়। 

   কিন্তু আফ্রিকার মহাদেশের এরকম গরীব ব্যক্তিদের কিভাবে ও কেন তারা জলদস্যুর মত এমন নগণ্য কাজে জড়িয়ে পড়ল তা নিয়ে খুব কমই আলোচনা করা হয় শুধু তাই নয় এই অঞ্চলে দস্যুবৃত্তির কারণে সোমালিয়ার চেয়ে পশ্চিমার দেশগুলি বেশি লাভবান হয়েছে।